শরীয়তপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ০৩ ডিসেম্বর, ২০২৪ তারিখ শরীয়তপুর সরকারি কলেজ মিলনায়তনে তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় জেলা তথ্য অফিসার(রু.দা.) জনাব শাহিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন, জেলা প্রশাসক, শরীয়তপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম(পিপিএম-সেবা), পুলিশ সুপার, শরীয়তপুর ও ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান, সিভিল সার্জন, শরীয়তপুর। মতবিনিময় সভায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার নিমিত্তে করণীয় বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন প্রফেসর মোঃ ফজলুল হক, অধ্যক্ষ, শরীয়তপুর সরকারি কলেজ, শরীয়তপুর। এছাড়া অত্র কলেজের অধাপক প্রদ্যুৎ কুমার দাসসহ বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ, সহযোগী অধ্যাপক, প্রভাষকগণ, নাগরিক সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS